Categories: State

ভোট শেষের পর খুন ২ সিপিএম কর্মী

Published by
News Desk

বৃহস্পতিবার ভোট শেষ হওয়া পর্যন্ত নির্বিঘ্নেই সিপিএমের এজেন্ট হিসাবে কাজ করেন তিনি। কিন্তু ভোট শেষে তাঁর জন্য কি অপেক্ষা করে আছে তা বোধহয় জানান ছিলনা শেখ ফজল হকের। অভিযোগ বর্ধমানের খণ্ডঘোষের বাসিন্দা ফজল হক ও এক সিপিএম কর্মী দুখীরাম ডাল ভোটের পর্ব মিটিয়ে যখন সন্ধেবেলা বাড়ি ফিরছিলেন তখন দুষ্কৃতীরা তাঁদের ঘিরে ধরে লাঠি, রড দিয়ে বেধড়ক মারে। পরে তাদের ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। ৩০ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts