Categories: State

রেজ্জাকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ

Published by
News Desk

তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করার জেরে এই নির্দেশ কমিশনের। গত বুধবার একটি সংবাদমাধ্যমে বাইট দিতে গিয়ে রূপা গঙ্গোপাধ্যায় সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেন ভাঙরের তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লা। রেজ্জাকের বক্তব্য টিভির পর্দায় শোনার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিরোধীরা। কিন্তু তৃণমূলের তরফে এ নিয়ে মুখে কুলুপ আঁটা হয়। নালিশ গিয়ে পৌঁছয় কমিশনে। তারপরই এদিন রেজ্জাকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিল কমিশন।

Share
Published by
News Desk