Categories: Kolkata

বেলঘরিয়া থানা ঘেরাও করল তৃণমূল

Published by
News Desk

সোমবার রাতে কামারহাটিতে ‘আক্রান্ত আমরা’-র সভায় হামলার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিমল সাহাও রয়েছেন। তবে হামলার ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হন। তাঁদের সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাও চলছে। এদিন তৃণমূলের তরফে দাবি করা হয় সিপিএম কর্মীরা পাল্টা তাদের ওপর চড়াও হয়েছিল। কিন্তু তাদের গ্রেফতার করা হচ্ছে না। নির্বাচন কমিশন বিরোধীদের হয়ে কাজ করছে বলেও দাবি করেন তৃণমূল নেতারা।

এদিন সকালে কামারহাটিতে সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে তৃণমূল একটি প্রতিবাদ মিছিলও করে। ঘেরাও করা হয় বেলঘরিয়া থানা। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, সোমবার ‘আক্রান্ত আমরা’-র জনসভা থেকে কামারহাটির বিদায়ী বিধায়ক ও তৃণমূল প্রার্থী মদন মিত্র্রের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হচ্ছিল। এতে স্থানীয় তৃণমূল কর্মীরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানান। তারপরই তাঁদের ওপর চড়াও হন সিপিএম কর্মীরা। দু’পক্ষে হাতাহাতি হয়। কিন্তু পুলিশ বেছে বেছে তৃণমূল কর্মীদের গ্রেফতার করছে। যাঁরা তাঁদের কর্মীদের ওপর চড়াও হয়েছিলেন তাঁদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এদিন দীর্ঘক্ষণ বেলঘরিয়া থানা ঘেরাও করে রাখেন তৃণমূল কর্মীরা।

Share
Published by
News Desk

Recent Posts