Categories: State

বোলপুরে বাঁধা পড়লেন অনুব্রত

Published by
News Desk

দ্বিতীয় দফার ভোটের আগে তাঁকে নজরবন্দি করার নির্দেশ দিয়েছিল কমিশন। কিন্তু কমিশনের ফতোয়াই সার। ভোটের আগের দিন জেলায় কার্যত দাপিয়ে বেরিয়েছেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ভোটের দিনও বেশ কিছুক্ষণ নজরবন্দি দশার বাইরে সময় কাটিয়েছেন তিনি। ফলে এদিন নতুন করে তাঁর জন্য ফরমান জারি করল নির্বাচন কমিশন। অনুব্রতর গতিবিধি নিয়ন্ত্রণের নয়া নির্দেশিকায় কমিশনের তরফে জানান হয়েছে, আগামী ১৯ এপ্রিল বিকেল ৫টার পর থেকে অনুব্রত মণ্ডল বোলপুরের বাইরে পা রাখতে পারবেন না। আগামী ২১ এপ্রিল বর্ধমানে ভোট। যে ভোটে বীরভূম লাগোয়া এলাকাগুলিতে অনুব্রত মণ্ডল বড় ফ্যাক্টর বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেখানে তাঁকে বোলপুরে আটকে ফেলে কমিশন ২১ তারিখ তাঁর দাপটে রাশ টানল বলেই মনে করছেন তাঁরা।

Share
Published by
News Desk