আলিপুর আদালতে পেশ করার পর আদালত থেকে বার হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানান। কামারহাটি কেন্দ্রে তাঁকেই প্রার্থী হিসাবে বেছে নেওয়ার জন্য তৃণমূলনেত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেননি মদনবাবু। কিছুটা কটাক্ষের সুরেই তিনি বলেন, এখন আর তিনি প্রভাবশালী নন, জনপ্রিয়। জেলে থাকলেও কামারহাটির মানুষ তাঁকে জয়ী করবেন বলে আশাবাদী তিনি। এভাবে তাঁকে আর কতদিন আটকে রাখা হবে তাও সিবিআই আইনজীবীর কাছে জানতে চান কামারহাটির তৃণমূল প্রার্থী।