Categories: State

উত্তপ্ত পাড়ুই, ওসিকে নিষ্ক্রিয় করলেন এসপি

Published by
News Desk

নির্বাচন পরবর্তী সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের পাড়ুই। রবিবার রাতে ভোট শেষ হওয়ার পর থেকেই শুরু হয় উত্তেজনা। এদিন সকাল থেকেই সিপিএম-তৃণমূল সংঘর্ষ ঘিরে বোমা-গুলিতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পাড়ুই। দফায় দফায় সংঘর্ষ বাধে দু’পক্ষে। সংঘর্ষে এক সিপিএম কর্মী গুলিবিদ্ধ হন। ৫ জন গুরুতর আহত হয়েছেন। এদিকে পাড়ুইয়ের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগে স্থানীয় থানার ওসি দেবব্রত সিংহকে সাসপেন্ড করার জন্য কমিশনে সুপারিশ করেন জেলার পুলিশ সুপার। আপাতত দেবব্রত সিংহ নিষ্ক্রিয় থাকবেন বলেই জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেয় কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামে ঢুকে অবস্থা আয়ত্তে আনেন। সংঘর্ষ এড়াতে পাড়ুইয়ের পুরো এলাকা জুড়ে টহলদারি শুরু করে আধাসেনা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি হিংসা কবলিত এলাকাগুলিতে ১ কোম্পানি আধাসেনা মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

Share
Published by
News Desk