Categories: State

উত্তেজনার শিরোনামে বীরভূম, ছোটখাটো ঝামেলা অন্যত্রও

Published by
News Desk

ইলামবাজারে বিজেপি এজেন্টের মাথা ফাটা দিয়ে দিনের সূচনা। তারপর সিপিএম এজেন্টদের মারধর। কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ করে ইটবৃষ্টি। কিছুই বাদ যায়নি। সবক্ষেত্রই অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে।

এদিন লাভপুরে দুপুরের দিকে কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ করে ইট বৃষ্টি শুরু হয়। এতে এক সেনা জওয়ানের মাথা ফেটে যায়। আহত হন এক পুলিশকর্মীও। এদিকে বেলা দেড়টা নাগাদ বীরভূমের পাপুড়িতে বুথে বুথে ঘুরে তৃণমূলের এজেন্টদের বসাতে দেখা যায় খোদ প্রার্থী গদাধর হাজরাকে। অভিযোগ এখানে কাজল শেখের সঙ্গে গদাধরের ঝগড়া। দুজনেই তৃণমূল নেতা। দলীয় কোন্দলের জেরেই যে তাঁর এজেন্টদের বসতে দেওয়া হয়নি তা কার্যত মেনে নিয়েছেন গদাধর। তবে সব বুথে এজেন্ট দেওয়া সম্ভব হয়নি। ভোটের অর্ধেক সময় পেরিয়ে যাওয়ার পর কয়েকটি বুথে এজেন্ট বসাতে সমর্থ হন তিনি।

এদিন শিলিগুড়িতেও অশোক ভট্টাচার্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ শিলিগুড়িতে অশোক ভট্টাচার্য তাঁর অনুগামীদের নিয়ে একটি বুথে ঢোকার চেষ্টা করলে রুখে দাঁড়ান তৃণমূল কর্মীরা। তৃণমূল কর্মীদের অভিযোগ তাঁরা প্রতিবাদ জানালে তাঁদের ওপর চড়াও হয় সিপিএম কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণের জন্য ওই বুথে উত্তেজনা ছড়ায়। এদিকে বীরভূমের সবকটি আসনে পুনর্নির্বাচন চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও মুখতার আব্বাস নাকভি।

Share
Published by
News Desk