Categories: State

ভোটের আগের দিন তাণ্ডব নানুরে

Published by
News Desk

ভোটের আগের দিন সকালে নানুরের যজ্ঞনগর গ্রামে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ শনিবার সকালে যজ্ঞনগরে ঢুকে সিপিএমের পোস্টার, ব্যানার ছিঁড়ে দেয় তৃণমূল কর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর পোশাকে তারা বাইকে করে এসেছিল বলে দাবি করেছেন গ্রামের মানুষজন। তাঁদের দাবি, বেছে বেছে সিপিএম সমর্থক পরিবারগুলিতে ভাঙচুর ও শাসানি চালান হয়। ভেঙে দেওয়া হয় জিনিসপত্র। কয়েকজনকে অল্পবিস্তর মারধরও করা হয়। রবিবার ভোট দিতে গেলে ফল ভাল হবে না বলেও তাদের শাসানো হয়েছে বলে দাবি করেছেন গ্রামবাসী। তাঁদের অভিযোগ, গ্রামে ঢুকে প্রায় দেড় ঘণ্টা তাণ্ডব চালালেও কেন্দ্রীয় বাহিনীকে কোথাও দেখতে পাওয়া যায়নি। কমিশন সুরক্ষার আশ্বাস দিলেও বাস্তবে তা হচ্ছে না বলেই দাবি করেছেন তাঁরা।

Share
Published by
News Desk