Categories: Kolkata

প্রচারে নামতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

Published by
News Desk

অবশেষে প্রচারে দেখা যেতে চলেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। আগামী ১৯ এপ্রিল পথে নামতে চলেছেন তিনি। ওদিন ঢাকুরিয়া থেকে গড়িয়া পর্যন্ত রোড শো করবেন বুদ্ধবাবু। প্রচার করবেন জোটের হয়ে। প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে মিছিল শুরু হবে রোদ পড়লে। বিকেল পাঁচটায় ঢাকুরিয়া থেকে মিছিল পায়ে পায়ে এগোবে গড়িয়ার দিকে। বুদ্ধদেব ভট্টাচার্যকে সামনে রেখে মিছিলে হাজির থাকবেন বামেদের তাবড় নেতৃত্ব। মূলত সিপিএমের তিন প্রার্থীর হয়ে এদিন প্রচারে নামতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মিছিলে কংগ্রেসের কোনও নেতা উপস্থিত থাকবেন কিনা তা এখনও পরিস্কার নয়।

Share
Published by
News Desk

Recent Posts