Categories: National

অশান্তি হয়নি, দাবি কমিশনের

Published by
News Desk

রাজ্যে প্রথম দফার দ্বিতীয় দিনের নির্বাচনে কোনও অশান্তি হয়নি। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। তবে তা বড় কিছু নয়। ভোট শেষে এদিন এমনই দাবি করলেন উপনির্বাচন কমিশনার সন্দীপ সাক্সেনা। নিয়ম ভেঙে রানিগঞ্জে একটি বুথে ঢুকে পড়ার জন্য সোহরাব আলির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কমিশন।

এদিকে এদিনের ভোটে আশান্তির জন্য নির্বাচন কমিশনের ব্যর্থতার দিকেই আঙুল তুলেছে কংগ্রেস, বিজেপি ও সিপিএম। এদিন সঠিক পদক্ষেপ করার দাবিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে অবস্থান বিক্ষোভেও সামিল হয় কংগ্রেস। এদিন অসমেও দ্বিতীয় ও শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট ভালভাবেই মিটেছে বলে জানিয়েছে কমিশন।

Share
Published by
News Desk

Recent Posts