Categories: State

সূ‌র্যকান্তকে ঘিরে বিক্ষোভ

Published by
News Desk

ভোটের সকালে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন নারায়ণগড়ের সিপিএম প্রার্থী সূ‌র্যকান্ত মিশ্র। তাঁর কেন্দ্রে কেমন ভোট হচ্ছে তা দেখার জন্য সকাল থেকেই বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক। সেইসময় চন্দ্রকোণায় সূ‌র্যকান্তকে ঘিরে আচমকাই বিক্ষোভ শুরু করেন লাইনে দাঁড়ানো ভোটারদের একাংশ। কেন পাঁচ বছরে এলাকায় তাঁর দেখা মেলেনি তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। অগত্যা সেখান থেকে চলে ‌যেতে বাধ্য হন সূর্যবাবু। এরপর পাটলি, বইরামপুর ‌যেখানেই বুথে ঢুকতে গেছেন সিপিএম প্রার্থী, সেখানেই একই অভি‌যোগে বিক্ষোভ দেখান ভোটারদের একাংশ। ‌যদিও এই বিক্ষোভ প্রদর্শন পরিকল্পনা করে করা হয়েছে বলে দাবি করেছেন সূ‌র্যকান্ত মিশ্র। তাঁর দাবি শাসকদলই পরিকল্পনা করে এই বিক্ষোভ করিয়েছে। এদিন বড়জোড়ায় বুথে ঢুকতে বাধা দেওয়া হয় তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীকে। কেন্দ্রীয় বাহিনী তাঁকে বুথে ঢুকতে বাধা দেয়। ‌কেন একজন প্রার্থীকে বুথে ঢুকতে দেওয়া হলনা তা নিয়ে প্রশ্ন উঠছে।

Share
Published by
News Desk