Categories: State

নির্বিঘ্নে প্রথম দফা

Published by
News Desk

প্রথম দফার প্রথম দিনের ভোটপর্ব মিটল শান্তিতে। দুয়েকটি ছোটখাট ঘটনা বাদ দিলে সোমবার রাজ্যের ১৮টি বিধানসভা আসনে ভোট পড়েছে চোখে পড়ার মত। কয়েকটি বুথে শাসক দলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ আনে বিরোধিরা। নিয়মমত ভোটগ্রহণ কেন্দ্রের দুশো মিটারের মধ্যে রাজ্য পুলিশ ঢুকতে পারবে না। সেখানে দায়িত্ব সামলাবে কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনী। কিন্তু বেশ কিছু বুথে দেখা মিলেছে রাজ্য পুলিশের। বিভিন্ন জায়গায় তাদের বুথের মধ্যে কাজ করতেও দেখা যায়। ফলে আঙুল উঠছে কেন্দ্রীয় বাহিনীর দিকেই। এমনকি নির্বাচন কমিশনকেও এজন্য দুষছেন কেউ কেউ। এদিন নির্বাচন কমিশনের কাছে প্রায় শ’পাঁচেক অভিযোগ জমা পড়ে। কমিশনের দাবি অভিযোগগুলি তারা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখেছেন। জঙ্গলমহলে প্রথম দফার দ্বিতীয় দিনের ভোট আগামী ১১ এপ্রিল।

Share
Published by
News Desk

Recent Posts