Categories: State

ফের মমতার নিশানায় বাম-কংগ্রেস জোট

Published by
News Desk

কংগ্রেসকে জড়িয়ে উপরে উঠতে চাইছে সিপিএম। কিন্ত তৃণমূল মহীরূহ, লতানে গাছ নয়। এদিন বাঁকুড়ার তালড্যাংরার জনসভায় এভাবেই ফের বাম-কংগ্রেস জোটকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেদের কান কেটে বাম-কংগ্রেস জোট করেছে বলেও কটাক্ষ করেন তিনি। সিপিএমের রাজনৈতিক লড়াইয়ের ক্ষমতা নেই, এই দাবি করে তাদের দিকে অত্যাচারী বলে আঙুল তোলেন মমতা। এমনকি সিপিএম তাঁকে খুন করার চেষ্টা করেছিল বলেও এদিন দাবি করেন মমতা। এদিন বাম-কংগ্রেস জোটকে কড়া ভাষায় আক্রমণ করলেও বিজেপির ক্ষেত্রে তৃণমূল নেত্রীকে অনেকটাই নরম দেখিয়েছে।

Share
Published by
News Desk