Categories: State

তৃণমূল ভয় পাচ্ছে, তাই ভয় দেখাচ্ছে : সূর্যকান্ত

Published by
News Desk

তৃণমূল ভয় পাচ্ছে, তাই ভয় দেখাচ্ছে। এদিন চন্দ্রকোণায় প্রচারে গিয়ে এমনই দাবি করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। অনেক জায়গায় তৃণমূলকে খুঁজে পেতে গেলে এখন দূরবীন লাগছে বলেও দাবি করেন তিনি। ক্ষমতায় এলে বিদ্যুতের দাম কমানোরও আশ্বাস শোনা গেছে তাঁর গলায়।  ভোট যত এগোচ্ছে ততই  প্রচারে গতি আনছে সিপিএম। সুরও চড়ছে। কংগ্রেসকে পাশে পাওয়া যে বামেদের মনের জোর অনেকটাই বাড়িয়েছে তা জনসভাগুলো থেকেই স্পষ্ট। সারদা থেকে নারদ স্টিংকে কার্যত ব্রহ্মাস্ত্রের মতই ব্যবহার করছে বাম-কংগ্রেস। এদিন সিপিএম রাজ্য সম্পাদকের নির্বাচনী জনসভায় তা আরও একবার প্রমাণ হল।

Share
Published by
News Desk