Categories: Kolkata

গঙ্গায় ভেসে বৈশালীর অভিনব প্রচার

Published by
News Desk

প্রচারে অভিনবত্বের ছোঁয়া দিলেন বালির তৃণমূল প্রার্থী বৈশালী ডালমিয়া। এদিন গঙ্গাবক্ষে নৌকা নিয়ে প্রচার করে তাক লাগিয়ে দেন তিনি। বেলুড় মঠ থেকে গঙ্গার বুকে ভেসে প্রচার শুরু করেন ক্রিকেট কর্তা তথা বাংলার অন্যতম শিল্পপতি প্রয়াত জগমোহন ডালমিয়ার মেয়ে। নৌকাটিকে সাজানো হয়েছিল ব্যানার ফেস্টুনে দিয়ে। সঙ্গে ছিলেন দলের কর্মী সমর্থকরা। বৈশালীর এই অভিনব প্রচার দেখতে গঙ্গার পারে ভিড় জমে যায়। নৌকা থেকেই হাসি মুখে হাত নেড়ে সকলকে অভিবাদন জানান তৃণমূল প্রার্থী। প্রচার শেষে নৌকা গিয়ে থামে দক্ষিণেশ্বরে। পরে দক্ষিণেশ্বর মন্দিরে পুজোও দেন বৈশালী।

Share
Published by
News Desk