Categories: Kolkata

কমিশনের ওপর পাল্টা চাপ তৃণমূলের

Published by
News Desk

এবার নির্বাচন কমিশনের ওপর পাল্টা চাপ তৈরি করল তৃণমূল। তাঁদের দলের আর একজন কর্মী খুন হলে তাঁর দেহ নিয়ে নির্বাচন কমিশনের সামনে ধর্না দেবেন বলেও কমিশনকে জানিয়ে দিয়েছে তৃণমূল। এদিন মুকুল রায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধিদল দেখা করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে। পরে মুকুলবাবু জানান, শেষ দুদিনে তাঁদের ছ’জন কর্মী খুন হয়েছেন। এখন রাজ্যের আইনশৃঙ্খলার ভার কমিশনের হাতে। তা সত্ত্বেও তাঁদেরই দলের কর্মীরা খুন হচ্ছেন। এরপর তৃণমূলের একজনও খুন হলে তাঁর দেহ নিয়ে কমিশনের সামনে তিনি ধর্না দেবেন বলে কমিশনকে জানিয়ে এসেছেন বলে জানান মুকুল রায়।

Share
Published by
News Desk