Categories: Kolkata

ফের কমিশনের কোপ, বদলি ভারতী ঘোষ

Published by
News Desk

ফের এক পুলিশকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। জঙ্গলমহলের ৩ জেলার বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসাবে কর্মরত ভারতী ঘোষকে অপসারিত করল কমিশন। তাঁকে সিআইডিতে বদলি করা হয়েছে। তবে তাঁর জায়গায় অন্য কাউকে নিয়ে আসেনি কমিশন। দীর্ঘদিন ধরেই ভারতী ঘোষের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়ে আসছিল বিরোধীরা। শাসকদলের ঘণিষ্ঠ হিসাবেও তাঁর বিরুদ্ধে অভিয়োগ জমা পড়ছিল। নির্বাচনের আগে কোনও অভিযোগ এলে কমিশন যে প্রশাসনিক কর্তাদের রেয়াত করবে না তা আগেই জানিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। তা যে নিছকই নির্বিষ হুঁশিয়ারি ছিলনা তা শেষ কয়েকদিনে পুলিশ ও প্রশাসনিক কর্তাদের বদলির ফতোয়া থেকেই স্পষ্ট।

Share
Published by
News Desk

Recent Posts