Categories: State

সবংয়ে কংগ্রেসের মিছিলে পা মেলালেন সূর্য

Published by
News Desk

জোট সমস্যা সমাধানে কংগ্রেস ও সিপিএম শীর্ষ নেতৃত্ব নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন। সমস্যা যতটা জটিল আকার নিয়েছিল তা এখন অনেকটাই মেটার পথে বলে মনে করছেন দুপক্ষের নেতারাই।

কিন্তু এসব নিয়ে দু দলের নিচের তলার কর্মীদের তেমন তাপউত্তাপ নেই। বরং দুই যুযুধান পক্ষ কাছাকাছি আসায় দুপক্ষই বাড়তি মনোবল পেয়েছে। ফলে অনেক জায়গাতেই দেওয়াল লিখন থেকে প্রচার মিছিল, সবেতেই একসঙ্গে দেখা যাচ্ছে দু দলের কর্মী সমর্থকদের। দলীয় কর্মীদের সেই মনোভাবের কথা মাথায় রেখে এদিন সবংয়ে কংগ্রেসের মিছিলে পা মেলালেন সূর্যকান্ত মিশ্র। অন্যদিকে নিজের কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সূর্যকান্ত মিশ্র জোটের পক্ষে জোড়াল সওয়াল করেন। নেতারা যাউ বলুন, নিচের তলায় অনেক আগেই কংগ্রেস ও সিপিএম জোট হয়ে গেছে বলে দাবি করেন তিনি।

Share
Published by
News Desk

Recent Posts