খড়গপুরে প্রথম সভা করার সম্ভাবনা রয়েছে। আগামী ২৫ মার্চ এই সভা হতে পারে। কলকাতা, বাঁকুড়া, বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি সহ ১২টির মত সভা করার সম্ভাবনা রয়েছে মোদীর। সভার জন্য বার পাঁচেক তাঁকে রাজ্যে আসতে হতে পারে।
মোদী প্রচারে এলে বিজেপি কর্মীরা বাড়তি মনোবল পাবে বলেই মনে করছে রাজ্য বিজেপির অন্দরমহল। মোদীর জনসভা করলে ভোট ব্যাঙ্কেও তার প্রভাব পড়বে বলে আসা করছেন বিজেপি নেতৃত্ব।