Categories: Kolkata

জোট নিয়ে সিপিএম স্পষ্ট ও স্বচ্ছ : অধীর

Published by
News Desk

কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে সিপিএমের কোনও সমস্যা নেই। তারা জোটের ব্যপারে স্পষ্ট ও স্বচ্ছ। কিন্তু বাম শরিকদের জোট নিয়ে সমস্যা রয়েছে। তাই সিপিএম জোট সমস্যা মেটাতে চাইলেও শরিকদের কারণে সমঝোতায় আসতে পারছে না। জোট নিয়ে সুর নরম করে শনিবার এমনই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

জোট অক্ষুন্ন রাখতে সিপিএমের সদিচ্ছার পক্ষে এদিন জোরাল সওয়াল করেন অধীরবাবু। জোটের স্বার্থে সিপিএম জঙ্গীপুর থেকে তাদের প্রার্থী তুলে নেওয়ার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। তবে কয়েকটি কেন্দ্রে যে তাদের সঙ্গে সিপিএমের শরিক দলগুলির বন্ধুত্বপূর্ণ লড়াই হবে তাও মেনে নিয়েছেন প্রদেশ সভাপতি।

ইতিমধ্যেই ৭৫টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে কংগ্রেস। রবিবার বা সোমবারের মধ্যে আরও ৩২টি আসনের কথা দিল্লি থেকে ঘোষণা করা হবে বলে এদিন জানান অধীরবাবু। এদিকে কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বাঁধায় এদিন আলিমুদ্দিনে গিয়ে দলের সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে আসেন সিপিএম নেতা বাসুদেব নাগচৌধুরী।

Share
Published by
News Desk

Recent Posts