Categories: Kolkata

পিএসির চেয়ারম্যান পদে মানস, কংগ্রেসে ক্ষোভ চরমে

Published by
News Desk

অ্যালোপ্যাথির কড়া ডোজের ট্যাবলেটের মতই দ্রুত কাজ শুরু করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পরে মানস ভুঁইয়ার নাম চূড়ান্তকে কেন্দ্র করে কংগ্রেসের অন্দরে জ্বলা ধিকিধিকি আগুন সামনে এসে পড়ল। গত সোমবার বিধানসভার অধিবেশনের শেষ দিনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পিএসির চেয়ারম্যান পদে মানস ভুঁইয়ার নাম ঘোষণা করতেই কংগ্রেসের অন্যান্য বিধায়কেরা বিক্ষোভে ফেটে পড়েন। ওয়াকআউটও করেন। বিরোধী দলনেতা আবদুল মান্নান জানিয়েছিলেন কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে কথা বলেই এই পদের জন্য বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর নাম লিখিতভাবে অধ্যক্ষের কাছে পাঠিয়েছিলেন তাঁরা। কিন্তু তা না মেনে অধ্যক্ষ মানস ভুঁইয়ার নাম ঘোষণা করেন। সামনে না বললেও কংগ্রেস নেতৃত্ব মনে করছে নাম ঘোষণার আগে মানস ভুঁইয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সেখানেই তাঁর নাম চূড়ান্ত হয়। সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস সভাপতি সাফ জানিয়েছেন মানসবাবুকে এই পদ ছাড়তে হবে। আর তা না করলে তাঁকে দল ছাড়তে হবে। এমন চূড়ান্ত হুঁশিয়ারিই বুঝিয়ে দিচ্ছে পিএসির চেয়ারম্যান পদ নিয়ে কংগ্রেসের অন্দরে উত্তেজনা কোন স্তরে পৌঁছেছে। সূত্রের খবর, আবদুল মান্নানও এই পদ ছাড়া জন্য মানসবাবুকে লিখিতভাবে জানাতে চলেছেন। সম্ভবত সেই চিঠি মঙ্গলবারই পৌঁছবে তাঁর কাছে। তবে গোটা ঘটনায় তৃণমূল ওয়েট এণ্ড ওয়াচের পথই বেছে নিয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts