Categories: Kolkata

বিধানসভায় তুলকালাম

Published by
News Desk

বিরোধী দলনেতা আবদুল মান্নানের দিকে তেড়ে গেলেন এক তৃণমূল বিধায়ক। অন্যদিকে বাম বিধায়ক সুজন চক্রবর্তীর দিকে তেড়ে গেলেন শুভেন্দু অধিকারী। তাঁকে কোনোক্রমে আটকালেন অরূপ বিশ্বাস। ওয়েলে নেমে তখন চিৎকার করছেন তৃণমূল বিধায়কেরা। পাল্টা চেঁচাচ্ছেন বাম ও কংগ্রেস বিধায়কেরা। সব মিলিয়ে বিধানসভার অধিবেশন কক্ষে দু’পক্ষে বাকি রইল শুধু হাতাহাতিটা। বৃহস্পতিবার ছিল রাজ্যপালের ভাষণের ওপর আলোচনার শেষ দিন। সেখানে বক্তব্য রাখতে উঠে বিরোধী দলনেতা আবদুল মান্নান বামেদের সঙ্গে তাঁদের জোট বজায় থাকবে বলে জানিয়ে দেন। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই বাম-কংগ্রেস জোট নিয়ে বিধানসভায় তৃণমূল বিধায়কদের কটাক্ষের মুখে পড়তে হচ্ছে দুই দলের বিধায়কদের। সিপিএম-কংগ্রেস জোটকে নীতিহীন জোট বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রীও। এদিন তার জবাবে তৃণমূলের দিকে আঙুল তোলেন আবদুল মান্নান। তৃণমূল কখনও কংগ্রেস, কখনও বিজেপির সঙ্গে জোট গড়েছে। তাই তাদের জোট নিয়ে কথা বলার অধিকার নেই বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ছবি বিক্রির টাকা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে কথা তোলার পরই বিরোধী বিধায়কেরা ওয়েলে নেমে হৈচৈ শুরু করেন। বিরোধী দলনেতা আবদুল মান্নানের দিকে তেড়ে যান এক তৃণমূল বিধায়ক। অন্যদিকে বাম বিধায়ক সুজন চক্রবর্তীর দিকে তেড়ে যান শুভেন্দু অধিকারী। তাঁকে কোনোক্রমে আটকান অরূপ বিশ্বাস। পরে অধ্যক্ষের হস্তক্ষেপে অবস্থা শান্ত হয়। পরে বিধানসভায় বক্তব্য রাখার সময় আবদুল মান্নানকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন অধ্যক্ষ।

Share
Published by
News Desk

Recent Posts