Kolkata

কাউন্সিলর না হলেও হওয়া যাবে মেয়র, পুরসভার সংশোধনী বিল পাস

Published by
News Desk

এতদিন নিয়ম ছিল পুরসভার কাউন্সিলর না হলে তিনি মেয়র পদ পাবেন না। সেই আইনে বদল আনা হল বিধানসভায়। এদিন পুর আইনের সেই সংশোধনী বিল পেশ করা হয়। সব বিধায়কের কাছে তার কপিও বিতরণ হয়। সংশোধনী এনে বলা হয় এবার থেকে পুরসভাতে কাউকে প্রয়োজনে মেয়র পদে বসাতে গেলে তাঁকে কাউন্সিলর হতেই হবে এমন নয়। কাউন্সিলর না হলেও তাঁকে মেয়র করা যাবে। তবে মেয়র হওয়ার ৬ মাসের মধ্যে তাঁকে কাউন্সিলর করে আনতে হবে।

এদিন বিলটির প্রতিবাদে সোচ্চার হন কংগ্রেস ও বাম কাউন্সিলররা। প্রতিবাদে তাঁরা অধিবেশন বয়কট করেন। বিধানসভার চত্বরে মিছিলও করেন তাঁরা। এদিন অবশ্য বিল পাস করাতে সরকারপক্ষের কোনও সমস্যা হয়নি। বিলটি পাস হয়ে যায় সহজেই। ফলে সংশোধনীর পর বাকি নিয়ম পূর্ণ হলে কলকাতা পুরসভায় যে কাউকেই মেয়র করা যাবে। তবে ওই ৬ মাসের মধ্যে তাঁকে জিতে আসতে হবে।

কলকাতা পুরসভার মেয়র পদ থেকে শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফার পর সেখানে ফিরহাদ হাকিমকে স্থলাভিষিক্ত করা হচ্ছে। এমনই শোনা যাচ্ছে। ফলে তাঁকে বসাতে গেলে এই পুর সংশোধনীর প্রয়োজন ছিল।

Share
Published by
News Desk

Recent Posts