Kolkata

বিধানসভায় শুরু রাজ্যের বাজেট অধিবেশন, রাজ্যপালের ভাষণের মাঝেই বিরোধীদের হৈচৈ

Published by
News Desk

আগামী বুধবার রাজ্য বাজেট পেশ। তার আগে মঙ্গলবার বিধানসভায় শুরু হল রাজ্যের বাজেট অধিবেশন। রীতি মেনেই অধিবেশনের শুরুতে বক্তব্য রাখেন রাজ্যপাল। রাজ্যপালের বক্তব্যে একের পর এক উঠে এসেছে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান, পাহাড়ে শান্তি ফেরানো, জঙ্গলমহলে শান্তি বিরাজ করার প্রসঙ্গ। পাশাপাশি রাজ্যপাল জানান, এ রাজ্যে সরকার ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। এ রাজ্যে সব ধর্মাবলম্বীদের উৎসব সমান মর্যাদায় পালিত হয়। এ বক্তব্যে কোন দিকে যে নিশানা ছিল তা বুঝতে কারও অসুবিধা হয়নি।

এসবের পাশাপাশি গত সোমবার মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি দুঃখপ্রকাশ করেন রাজ্যপাল। দৌলতাবাদ নিয়ে তাঁর বক্তব্যের মাঝেই বিরোধীরা চিৎকার করতে থাকেন। বিরোধীদের হট্টগোলে রাজ্যপালের ভাষণই শোনা দায় হচ্ছিল। তারমধ্যেই বক্তব্য পেশ করতে করতে একসময়ে তা থামান রাজ্যপাল। বিরোধীদের শান্ত থাকার অনুরোধ করেন। এরপর আস্তে আস্তে শান্ত হন বিরোধীরা। নিজের বক্তব্য শেষ করেন রাজ্যপাল।

Share
Published by
News Desk

Recent Posts