Kolkata

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিধানসভায় বাম-কংগ্রেসের ওয়াকআউট, রাস্তায় যুব কংগ্রেস

Published by
News Desk

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম, কংগ্রেসের বিক্ষোভে সরগরম বিধানসভা। বুধবার বিধানসভা অধিবেশন শুরুর পরে সভায় মুলতুবি প্রস্তাব এনে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা চান বিরোধীরা। বাম ও কংগ্রেস বিধায়কদের আনা মুলতুবি প্রস্তাব নাকচ করে দেন স্পিকার। এরপরই অধিবেশন কক্ষে হৈচৈ শুরু করেন তাঁরা। অধিবেশন থেকে ওয়াকআউট করে বেরিয়েও আসেন। বিধানসভা চত্বরে মিছিল করে স্লোগান দিতে দিতে গিয়ে বিধানসভার গেটের বাইরে রাস্তার ওপর বসে প্রতিবাদে মুখর হন বাম-কংগ্রেস বিধায়কেরা। কিছুক্ষণ এভাবে চলার পর তাঁরা সেখান থেকে উঠে গিয়ে আম্বেদকারের মূর্তির পাদদেশে বিক্ষোভ শুরু করেন।

এদিকে প্রায় সমসাময়িক সময়ে বিধানসভার টাউন হলের দিকের গেটের সামনে আচমকাই বিক্ষোভ শুরু করেন যুব কংগ্রেস কর্মীরা। প্রতিবাদের বিষয় ছিলই একই, দ্রব্যমূল্য বৃদ্ধি। যুব কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের বেশ কিছুক্ষণ ধস্তাধস্তিও হয়। পরে বেশ কয়েকজন যুব কংগ্রেস কর্মীকে আটক করে পুলিশ। তাদের অনেককে কার্যত চ্যাংদোলা করে পুলিশ ভ্যানে তোলা হয়। মহিলা যুব কংগ্রেস কর্মীদেরও আটক করা হয়। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর অবশেষে স্বাভাবিক হয় পরিস্থিতি।

Share
Published by
News Desk

Recent Posts