Kolkata

মান্নানকে নিগ্রহের প্রতিবাদে বাম-কংগ্রেস বিধায়কদের বিক্ষোভ

Published by
News Desk

বিধানসভার বিরোধী নেতা আবদুল মান্নানকে নিগ্রহের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবারও উত্তাল রইল বিধানসভা চত্বর। এদিন সকালে অধিবেশন বয়কট করলেও অধিবেশন কক্ষের বাইরে বুকে পোস্টার ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন বাম-কংগ্রেস বিধায়কেরা। চলে স্লোগান। বাম বিধায়ক সুজন চক্রবর্তী থেকে কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী, সকলেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। জানিয়ে দেন প্রতিবাদ হিসাবে আগামী শুক্রবারের বাজেট পেশও বয়কট করছেন তাঁরা। বরং বিধানসভায় অধিবেশন কক্ষের বাইরে পাল্টা একটা বাজেট পেশ করবেন তাঁরা। যেখানে বাজেটের অভিমুখ কী হওয়া উচিত তা নিয়ে কিছু প্রস্তাব পেশ করা হবে। এদিকে এদিন আবদুল মান্নানের নিগ্রহের প্রতিবাদে কংগ্রেসের তরফ বিভিন্ন জায়গায় পথ অবরোধ ও প্রতিবাদ সভা করা হয়। বিধানসভার উত্তর দিকের গেটের সামনে সকালেই একদল কংগ্রেস সমর্থক দলীয় পতাকা ও কালো পতাকা হাতে বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণ পর তাঁদের গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। কিন্তু তার আধঘণ্টা পরে ফের সেখানে হাজির হন আরও একদল কংগ্রেস সমর্থক। তাঁরাও একই কায়দায় বিক্ষোভ শুরু করলে ফের হাজির হয় পুলিশ ও ব়্যাফ। বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এছাড়া চিনার পার্কে পথ অবরোধ করেন কংগ্রেস সমর্থকেরা। পথ অবরোধের জেরে যান চলাচল বিঘ্নিত হয়। বর্ধমানের কার্জন গেটের সামনে প্রতিবাদ সভা করেন তৃণমূল সমর্থকেরা।

 

Share
Published by
News Desk

Recent Posts