Kolkata

নামছে পারদ, কলকাতা ১৩.৫°

Published by
News Desk

নেই পশ্চিমী ঝঞ্ঝা, নেই নিম্নচাপ, নেই ঘূর্ণাবর্ত। বরং রয়েছে শীতের মিঠে রোদ, ঝকঝকে নীল আকাশ। মধ্য পৌষের ভরা শীতের সময়। ঠান্ডার পারদ নিম্নমুখী হওয়ার সব শর্তই হাজির। তবে ঠান্ডা পড়বে না কেন? প্রকৃতি তাই এবার শীতল পরশে শিহরিত করা শুরু করল রাজ্যবাসীকে। রাজ্যের জেলাগুলিতে কিছুটা ঠান্ডা পড়লেও কলকাতা সহ আশপাশের এলাকায় তেমন ঠান্ডার অনুভূতি ছিল না ডিসেম্বরের শেষেও।

মধ্য পৌষেও ঠান্ডা না পেয়ে মন খারাপ ছিল শহরবাসীর। সেই মন খারাপ দূর করতে এবার পড়তে শুরু করল পারদ। হাওয়া অফিস জানাচ্ছে, যা পরিস্থিতি তাতে আগামী কয়েকদিনে আরও পড়বে পারদ। বুধবার ছিল এই মরসুমে কলকাতার শীতলতম দিন। পারদ নেমেছে ১৩.৫°-তে। যা পরিস্থিতি তাতে আগামী কয়েকদিনে দুরন্ত শীত উপভোগের জন্য তৈরি থাকতেই পারেন শহরবাসী।

Share
Published by
News Desk