Kolkata

বৃষ্টি ভেজা রবিবারে বর্ষার মেজাজ, বেজায় বিরক্ত শহরবাসী

Published by
News Desk

গায়ে সোয়েটার, গলায় মাফলার আর মাথায় ছাতা। ডিসেম্বরের বৃষ্টিতে শহরজুড়ে পোশাকে এক আজব সমাপতন। রবিবার সকালে ঘুম ভেঙেছে বর্ষার মজলিসি পরিবেশ নিয়ে। কাজে বার হওয়ার তাড়া না থাকায় শহরবাসীর এদিন বৃষ্টিতে মন খারাপ হলেও ভোগান্তিটা কম। ক্যালেন্ডারই যা বলছে এখন ডিসেম্বর। তাছাড়া বোঝে কার সাধ্যি যে এখন নাকি শীত কাল! এতো ভরা বর্ষা! বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে যে বৃষ্টি রবিবার তো বটেই এমনকি সোমবার বিকেল পর্যন্ত ভোগাবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গভীর নিম্নচাপটি যেখানে ওড়িশা হয়ে উত্তরে চলে যাওয়ার কথা ছিল, তা আচমকা গত শনিবার মুখ ঘুরিয়ে বাংলাদেশের দিকে হাঁটতে শুরু করে। যার ফল ভুগতে হয়েছে পশ্চিমবঙ্গকে। রবিবার সারাদিনই বৃষ্টি চলবে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং বর্ধমানে বৃষ্টি আর মেঘলা আকাশ বজায় থাকবে। ক্রমশ নিম্নচাপটি বাংলাদেশের দিকে সরে যাবে।

আবহবিদরা অবশ্য জানাচ্ছেন, নিম্নচাপটি তার শক্তিক্ষয় করতে শুরু করেছে। ফলে রবিবারের পর তা অনেকটাই দুর্বল হয়ে পড়বে। ফলে কমবে বৃষ্টি। তবে স্যাঁতস্যাঁতে আবহাওয়া আর মেঘলা দিন বজায় থাকবে। আগামী মঙ্গলবার থেকে রোদের দেখা মিলতে পারে। তবে শীত যে তখনই পড়বে এমন নয়। কাশ্মীর সহ উত্তর ভারত জুড়ে পশ্চিমী ঝঞ্ঝার দাপট কেটে বরফ পড়তে শুরু করলে তবেই রাজ্যে ঠান্ডা পড়বে। উত্তর ভারত জুড়ে বরফ পড়া আগামী সোমবার থেকেই শুরু হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। তা যদি হয় তাহলে দক্ষিণবঙ্গে ফের ঠান্ডা পড়বে আগামী সপ্তাহের মাঝখান থেকে।

Share