Kolkata

রাত থেকে বৃষ্টি, ভিজছে শহর, ডিসেম্বরে ভরা বর্ষা

Published by
News Desk

রাত থেকে বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা। ভরা বর্ষায় স্যাঁতস্যাঁত করছে চারধার। কাদা প্যাচপ্যাচে রাস্তায় বৃষ্টির গন্ধ। বেশ একটা শ্রাবণ শ্রাবণ ভাব। বৃষ্টি ভেজা উইকএন্ড। শনিবারের মেঘবৃষ্টির শহরটা মানুষকে প্রায় ভুলতে বসিয়েছে যে তাঁরা জুলাই বা অগাস্ট নয়, রয়েছেন ডিসেম্বরে। বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে গত শুক্রবার সারাদিনই মেঘে মুখে ঢেকেছিল শহর। সঙ্গে জোলো হাওয়ার দাপট। তবে বৃষ্টি প্রায় হয়নি। সেই বৃষ্টিটাও শুরু হয়ে গেল মধ্যরাত থেকে। ফলে ভোরে ঘুম ভাঙা চোখ পর্দা টানা জানালার ওপার দেখে শীতের পরশ নয়, মেঘলা দিনের অনুভূতিতে ভুরু কুঁচকেছে।

হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপের জেরে এই বৃষ্টি আরও ২ দিন বজায় থাকতে পারে। ফলে স্বল্পস্থায়ী শীতের হাতে গোনা কয়েকটা উইকএন্ডের একটি মাঠে মারা গেল। যা পরিস্থিতি তাতে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত ওড়িশা ভাসালেও নিম্নচাপের প্রভাবমুক্ত নয় রাজ্যের দক্ষিণভাগ। ফলে উধাও শীত। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি উত্তুরে শুকনো ঠান্ডা হাওয়াকে ঢুকতে দিচ্ছেনা এখানে। যার জেরে পারদ নামার বদলে চড়ছে। যতক্ষণ না নিম্নচাপের প্রভাব সম্পূর্ণ কাটছে, ততক্ষণ রাজ্যের দক্ষিণভাগে শীত পড়ার সম্ভাবনা নেই। এখনই পরিস্কার করে আবহবিদরাও বলতে পারছেন না শীত ঠিক কবে পড়বে। বঙ্গোপসাগরে নিম্নচাপ যে ব্যাটিং দেখাচ্ছে তাতে ফের যে আর একটা নিম্নচাপ তৈরি হবে না তাই বা কে বলতে পারে!

Share
Published by
News Desk