Categories: National

গরম বাড়ছে, তবে দুর্বল হচ্ছে এল নিনো

Published by
News Desk

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এল নিনোর দাপটে অমানুষিক গরমে ওষ্ঠাগত ভারতবাসী। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তারমধ্যে এপ্রিলের শুরু থেকে শুকনো গরম দক্ষিণবঙ্গকে গ্রাস করেছিল। বইছিল লু। যত দিন যাচ্ছে সেই অবস্থা বদলে এবার ঘাম ঝরছে দরদর করে। ফলে অস্বস্তির সূচক ক্রমশ বেড়েই চলেছে। কারণটা অবশ্যই বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্প। জলীয় বাষ্পের কথা শুনে যদিও স্বস্তির আশায় বুক বাঁধার কোনও কারণ নেই। আবহাওয়া দফতর জানাচ্ছে গরম থেকে রেহাই পাওয়ার এখনই কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি এখনও দূরস্ত। মৌসম ভবন আবার জানাচ্ছে ২০১৬ সাম্প্রতিককালের উষ্ণতম বছর হিসাবে সামনে আসতে পারে। অন্তত আবহাওয়ার ভাবগতিক সেই বার্তাই দিচ্ছে। যদিও এল নিনো মে মাস থেকই দুর্বল হতে শুরু করবে। যা জুনে অনেকটাই দুর্বল হয়ে যাবে। যার জেরেই এবার বর্ষায় স্বাভাবিকের চেয়েও বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Share
Published by
News Desk