Kolkata

ফের নিম্নচাপের কবলে বাংলা, কি বলছে আবহাওয়া দফতর?

Published by
News Desk

হেমন্তের সকাল। মাঠে ঘাটে ঘাসের ওপর শিশির বিন্দু দেখেই অভ্যস্ত বাঙালি। বাতাসে হালকা একটা শীত শীত ভাব। ভোর বেলা গায়ে চাদর টেনে না ঘুমোলে শরীরটা কেমন যেন ম্যাজম্যাজ করছে। কিন্তু হঠাৎ করে সপ্তাহের মাঝে উধাও সেই হৈমন্তিক আবেশ। একটা হালকা স্যাঁতসেঁতে ভাব আকাশে বাতাসে। ঝিরঝির করে বৃষ্টি শিশির বিন্দুর মোহময়তাকেই ধুয়ে সাফ করে দিল। কেমন যেন একটা বর্ষা বর্ষা ভাব আবার গ্রাস করল। এর কারণ আবারও নিম্নচাপের কবলে বাংলা। পুজো গেল, কালীপুজো গেল, সবই কাটল অঝোর বারিধারার কবলে থেকেই। মাটি হয়েছে এবছরের উৎসবের আনন্দ। সেই রেশ টেনেই ফের মঙ্গলবার রাত থেকেই আকাশের মুখভার। চলছে ঝিরঝিরে বৃষ্টি।

আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ায় শুরু হয়েছে বৃষ্টি। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী ২ দিন। নিম্নচাপ আগামী দিনে শক্তি সঞ্চয় করলে বৃষ্টির দাপট বাড়তে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গেও থাকবে এর রেশ। আকাশে মেঘ থাকায় রাতের দিকে বাড়বে সাধারণ তাপমাত্রা।

সামনেই ফসল ঘরে তোলার সময়। এমনিতেই বাজারে জিনিসপত্রের দাম আগুন। এরই মধ্যে এই বৃষ্টির চোখরাঙানি চাষিদের কপালের ভাঁজ পুরু করেছে। এর সাথে রয়েছে ফের মশার দাপট বাড়ার সম্ভাবনা।

Share
Published by
News Desk