Kolkata

ত্রিফলায় বিদ্ধ পুজোর আবেশ

Published by
News Desk

পুজোর আর ৫ দিন বাকি। অনেক জায়গায় ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গেছে। কিন্তু সকাল থেকে সন্ধে, হাওয়ায় পুজোর গন্ধ কোথায়? গেল কোথায় পেঁজা মেঘ, সোনালি রোদের শরৎ? উত্তর খুঁজে পাচ্ছেন না কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী। সকলের মুখে এক কথা, এতো বর্ষাকাল। পুজোর আমেজের বিন্দু বিসর্গও উপলব্ধি করা যাচ্ছে না। বাংলাদেশের ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত, ওড়িশা উপকূলে নিম্নচাপ অক্ষরেখা আর পশ্চিমবঙ্গেরও ওপর মৌসুমি অক্ষরেখা বেশ সক্রিয়। আপাতত এই ত্রিফলায় বিদ্ধ পুজোর আমেজ।

আকাশ কালো করা মেঘ। কোথাও মাঝারি তো কোথাও ঝিরঝিরে বৃষ্টি নেমে পড়ছে হঠাৎ করেই। হাওয়া অফিস যদিও এই পরিস্থিতি ৪৮ ঘণ্টা স্থায়ী হবে বলে পূর্বাভাস দিয়েছে। তবু বাঙালির মন মানছে না। কোথাও একটা কপালে ভাঁজ থেকেই যাচ্ছে। গত মঙ্গলবার রাত ও বুধবার ভোরে যেভাবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলোতে ঝমঝমে বৃষ্টি হয়েছে, তাতে পুজো এবার জলে ধুয়ে যাবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে প্রবল বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Share
Published by
News Desk