Kolkata

বঙ্গোপসাগরে শক্তিশালী ‘মোরা’-র প্রভাবে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

Published by
News Desk

জ্যৈষ্ঠের পচাগরম থেকে কিছুটা হলেও রেহাই দিয়েছে রবিবার সন্ধের ঝেঁপে বৃষ্টি। যদিও রাজ্যবাসী গরমে এতটাই নাজেহাল যে তাঁরা আরও বৃষ্টি চাইছেন। তবে যদি প্রাণ জুড়োয়। সেই বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি করে দিল ঘূর্ণিঝড়ের চেহারা নেওয়া বঙ্গোপসাগরের নিম্নচাপ। মৌসুমি অক্ষরেখা ক্রমশ সবল হতে থাকায় ঘূর্ণিঝড় ‘মোরা’ বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করলেও তার অভিমুখ বাংলাদেশের দিকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মোরা বাংলাদেশে আগামী মঙ্গলবার বিকেলে ঝাঁপিয়ে পড়বে। তার আগে সোমবার থেকেই মোরার প্রভাব শুরু হয়ে যাবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে ঝড় না হলেও মোরার প্রভাবে আকাশ মেঘলা থাকবে। মাঝেমধ্যেই স্বল্প থেকে মাঝারি বৃষ্টি হবে। মোরার প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হওয়া শুরু করেছে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করেছে প্রশাসন। মঙ্গলবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তারপর যদিও ফের গরম ‌যেমনকার তেমন চেহারা নিতে পারে। তবে তার আগে এই দুটো দিন তো কিছুটা স্বস্তি মিলবে। সেটাই বা এই মধ্য জ্যৈষ্ঠে কম কী!

 

Share
Published by
News Desk