Kolkata

বৃষ্টির সম্ভাবনা নেই, চড়ছে পারদ, বাড়ছে অস্বস্তি

Published by
News Desk

চৈত্র শেষেই গরমের তেজ হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজ্যবাসী। দেশের পশ্চিমাঞ্চলের রাজ্যগুলিতে ইতিমধ্যেই পারদ ৪০ ডিগ্রি পার করেছে। ঝাড়খণ্ড, বিহারেরও একই অবস্থা। যার ফলে চড়ছে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা। অনেক জায়গায় পারদ ৪০ ছুঁয়েছে। তুলনামূলকভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম অতটা চরম আকার ধারণ না করলেও কলকাতা সহ অনেক জায়গাতেই বেলা বাড়তে সূর্য আগুন ঢালছে। চড়ছে পারদ। বেলা একটু বাড়লেই আর রোদে থাকা যাচ্ছেনা। এদিকে চৈত্র শেষেও কালবৈশাখীর দেখা নেই। আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই বলে সাফ জানিয়েছে হাওয়া অফিস। বরং বাড়বে তাপমাত্রার পারদ। বাড়বে অস্বস্তি।

 

Share
Published by
News Desk

Recent Posts