National

বর্ষায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস দিল স্কাইমেট

Published by
News Desk

গত বছর পূর্বাভাস ছিল স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত। কারণ ছিল এল নিনোর আজব প্রভাব। চলতি বছরে ঠিক উল্টো পূর্বাভাস সামনে এল। তবে এই পূর্বাভাস দিয়েছে বেসরকারি সংস্থা স্কাইমেট। জানিয়েছে এবছর স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি পেতে চলেছে ভারত। জুন মাস থেকে সেপ্টেম্বর মাসেই এ দেশের বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি।‌ সেই দিনগুলোতে স্বাভাবিকের চেয়ে ৫ শতাংশ কম বৃষ্টি পাবে দেশ। বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ ১০ শতাংশ কম হতে পারে। সেখানে খরা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাস দিয়েছে স্কাইমেট। দেশের সরকারি আবহাওয়া দফতর মৌসম ভবন যদিও এখনও মুখ খোলেনি। তাদের বর্ষা সংক্রান্ত পূর্বাভাস আগামী মাসে জানাতে পারে মৌসম ভবন। কিন্তু স্কাইমেট যা জানাচ্ছে তাতে ইতিমধ্যেই কৃষকদের মনে আশঙ্কার মেঘ জমাট বেঁধেছে। কম বর্ষা দেশের অর্থনীতির ওপরও প্রভাব ফেলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

 

Share
Published by
News Desk