Kolkata

মধ্যমার্চেও উত্তুরে হাওয়া, শহরে শীতের পরশ

Published by
News Desk

মার্চের মাঝেও শীতের পরশ ফিরল কলকাতায়। ঘূর্ণাবর্তের জোড়া ফলায় গত সপ্তাহের অনেকটাই কলকাতা কাটিয়েছে মেঘলা আকাশ আর অঝোর বৃষ্টিতে। রবিবার থেকে সেই ঘূর্ণাবর্ত বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু ছেড়ে গেছে আজব আবহাওয়া। যেখানে মাঝ মার্চেও উত্তুরে শীতল হাওয়ার দাপট অবাক করছে সকলকে। ফ্যান বা এসি তো লাগছেই না, বরং দিন দুপুরেও গায়ে একটা জামা রাখলে তবেই ভাল লাগছে। নয়তো শরীর কুঁকড়ে যাচ্ছে ঠান্ডায়। উত্তুরে হাওয়ার দাপট এক ধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি নামিয়ে দিয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮.৬ ডিগ্রি। যা মধ্যমার্চে সত্যিই অবাক করার মত। এদিকে আবহাওয়ার এই খামখেয়ালিপনা শরীর অনেক সময়েই সামলে উঠতে পারছেনা। ফলে ঘরে ঘরে সর্দি, জ্বর, গা ব্যথা, ম্যাজম্যাজে ভাব। হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গে এমন ঠান্ডা ঠান্ডা ভাব বজায় থাকবে আরও দিন দু’য়েক।

 

Share
Published by
News Desk

Recent Posts