Kolkata

সকালে রেহাই, সন্ধে নামতেই ফের বৃষ্টি শহরে

Published by
News Desk

সকাল থেকে রোদ মেঘের লুকোচুরি চলছিল। কিন্তু বৃষ্টি নামেনি। নামল সন্ধে নামতেই। সঙ্গে বজ্রনির্ঘোষ আর প্রবল ঝোড়ো হাওয়ার দাপট। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এদিন বিকেল থেকেই আকাশে মেঘের স্তর পুরু হতে থাকে। সন্ধে নামতেই তা অঝোর ধারা হয়ে নেমে আসে ধরণীতলে। আবহাওয়া দফতর বলছে, ঝাড়খণ্ডের ওপর নিম্নচাপ অক্ষরেখা তো ছিলই, তার দোসর হয়েছে পশ্চিম অসমের ওপর আর একটি নিম্নচাপ। এই জোড়া ফলায় পশ্চিমবঙ্গে এখন বর্ষার আমেজ। বিকেল পর্যন্ত রেহাই মিললেও সন্ধে থেকে নামা বৃষ্টিতে সমস্যায় পড়েন অফিস ফেরত মানুষজন। অনেক জায়গায় যানবাহনের গতি মন্থর হওয়ায় যানজটের সৃষ্টি হয়। বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এমনকি দোলেও বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে তারা। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে পূর্বাভাস।

 

Share
Published by
News Desk

Recent Posts