Kolkata

জলীয় বাষ্পের আনাগোনা, আকাশের মুখ ভার

Published by
News Desk

কয়েকদিন ধরেই মেঘ রোদের খেলা চলছিল। গত রবিবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছিল আবহাওয়া দফতর। অবশেষে বুধবার সকালে ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজল শহরের গলি থেকে রাজপথ। আবহবিদেরা জানাচ্ছেন, বেশ কয়েকদিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে জলীয় বাষ্পের আনাগোনা বাড়ছিল। ফলে ক্রমশ মেঘের সঞ্চার হয়েছে। যার জেরে বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আকাশে মেঘ থাকায় তাপমাত্রার পারদও কিছুটা স্বস্তির। ফাল্গুনের শুরু থেকেই দুপুরের দিকে যে গা জ্বালানো গরম পড়ছিল তা কিছুটা ঝিমিয়ে পড়েছে। বরং ফ্যান চালিয়ে বেশিক্ষণ বসা মুশকিল হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশের এই অবস্থা আগামী কয়েকদিন বজায় থাকবে। খনার বচন হিসাবে কথিত আছে যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ। মাঘের শেষে বৃষ্টি মানে নাকি তা ফসলের জন্য ভাল। কিন্তু এবার মাঘের শেষে সেই বৃষ্টির দেখা মেলেনি। সে জায়গায় ফাল্গুনের শেষ লগ্নে এসে বৃষ্টির পরিস্থিতি তৈরি হল।

 

Share
Published by
News Desk