Categories: Kolkata

গরমে অসুস্থদের চিকিৎসা, জারি নির্দেশিকা

Published by
News Desk

মাত্রা ছাড়া গরম। বেলা বাড়লে সূর্য মাথার ওপর আগুন ঢালছে। এই অবস্থায় গরমের জেরে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা যথেষ্ট। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন কোণা থেকে হিট স্ট্রোক বা সান স্ট্রোকের ঘটনা সামনেও আসছে। অবস্থার কথা মাথায় রেখে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে মঙ্গলবার বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্রকে গরমের জন্য হওয়া সমস্যার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। গরমে অসুস্থ কোনও রোগী এলে তাঁকে জরুরি ভিত্তিতে ভর্তি করা, প্রয়োজনে হাসপাতালে রেখে তাঁর চিকিৎসা করার জন্য সবরকম প্রস্তুতি রাখতে বলা হয়েছে। সব হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে ওআরএস, বরফের ব্যাগ, স্যালাইন মজুত রাখার নির্দেশও জারি করা হয়েছে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts