Kolkata

শীত বিদায় আসন্নপ্রায়?

Published by
News Desk

সরস্বতী পুজো শেষ মানেই শীতের বিদায়। আবহাওয়া দফতরের বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়, এটা একটা প্রচলিত কথা মাত্র। কিন্তু একটা কথার প্রচলন এমনি হয়না। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে নিশ্চিত হয়েই মানুষের মুখে মুখে তা ছড়িয়ে পড়তে থাকে। এবছরও কিন্তু তার অন্যথা হয়নি বলেই মনে করছে আমজনতা। উত্তুরে বাতাসকে ব্যাকফুটে ফেলে ক্রমশ জলীয় বাষ্পকে সঙ্গে করে ঢুকতে শুরু করেছে পূবালী বাতাস। আর পূবালী হাওয়ার দাপট বাড়তে থাকা মানেই শীতের বিদায়। বসন্তের আগমন। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। সরস্বতী পুজোর দিন থেকেই আকাশে পাতলা মেঘের আস্তরণ। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে যার দাপট অনেকটাই বেশি।

 

Share
Published by
News Desk

Recent Posts