দিতওয়ার ভ্রুকুটি, কয়েকদিনে চড়বে দক্ষিণবঙ্গের পারদ, উধাও শীত কবে ফিরবে তাও জানা গেল
হেমন্তের আলতো শীতের পরশ। কুয়াশার আস্তরণ। শীত শীত ভাব। সবই উধাও হতে চলেছে। আগামী কয়েকদিনে বাড়বে তাপমাত্রা। কবে শীত ফিরবে সেটাও জানা গেল।
হেমন্তকালে শীত জাঁকিয়ে পড়েনা। তবে শীতের গুটিগুটি পায়ে আগমন বার্তা স্পষ্ট হয়ে যায়। ভোর আর রাতে একটা আলগা শীতের পরশ, নতুন ছোঁয়ায় শিহরিত করে। একটা একটা করে শীতের পোশাক বার হতে থাকে বাড়িতে বাড়িতে।
গত কয়েকদিন ধরে সেটাই চলছিল কলকাতায়। কিন্তু সেসব উধাও হতে চলেছে আগামী কয়েকদিনে। গরম চড়বে, হারিয়ে যাবে শীতের আমেজ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত পারদ চড়বে। এর কারণ দিতওয়া।
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ দ্রুত সাইক্লোনের চেহারায় পৌঁছে বঙ্গোপসাগরের আবহাওয়ায় বদল আনছে। ঘূর্ণিঝড় দিতওয়া উত্তর পূর্বে অগ্রসর হয়ে স্থলভাগে ঢুকবে।
এজন্য পশ্চিমবঙ্গের আশঙ্কার কিছু নেই। কারণ তা প্রবেশ করবে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ দিয়ে। তবে এর পরোক্ষ প্রভাব দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পড়বে।
বঙ্গোপসাগরে এই নিম্নচাপ, ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের আবহাওয়া বদলে দিচ্ছে। যার পরোক্ষ প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গের ওপর। শীতের যে আগমন ঘটছিল তা থমকে গেছে। বরং পারদ চড়ার পূর্বাভাস স্পষ্ট।
এক্ষেত্রে সকলেরই জিজ্ঞাসা থাকে তাহলে ফের কবে ফিরবে শীতের পরশ, শীতই বা ভালভাবে প্রবেশ করবে কবে থেকে? সে প্রশ্নের উত্তরও দিয়েছেন আবহবিদেরা।
১ ডিসেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গে শীতের পরশ ফিরবে। ক্রমে শীত প্রবেশ করবে। বাড়বে ঠান্ডার অনুভূতি। অন্যদিকে দিতওয়ার কারণে তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে।













