কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, কবে কোথায় কেমন বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর
বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। তার হাত ধরেই ফের ভাসতে চলেছে রাজ্য। কবে কোথায় কেমন বৃষ্টি হবে তার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ক্রমে শক্তি বাড়াচ্ছে। যা পরিস্থিতি তাতে তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ হোক বা ঘূর্ণিঝড়, সেটির অভিমুখ হবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে।
অবশেষে স্থলভাগে প্রবেশ করবে সেটি। এর জেরে সোমবার থেকেই দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি শুরু হওয়ার কথা। সোমবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে কলকাতায় ভারী বৃষ্টি শুরু হবে মঙ্গলবার থেকে। তেমনই পূর্বাভাস। কলকাতা ছাড়া দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতেও। এই বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত বহাল থাকবে।
আবহবিদরা অবশ্য এখনই কত বেশি বৃষ্টি পশ্চিমবঙ্গ পেতে পারে তার নিশ্চিত পূর্বাভাস দিতে চাইছেন না। কারণ সোমবার সকালেই ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যাওয়ার কথা। যদি তা তৈরি হয়ে যায় তাহলে তার অভিমুখ কোন দিকে হচ্ছে সেটা তাঁরা দেখতে চাইছেন।
যদি সেটা জানা যায় তাহলেই সঠিক করে বলা সম্ভব যে পশ্চিমবঙ্গ কতটা বৃষ্টি পেতে চলেছে। তবে বৃষ্টির হাত থেকে যে রেহাই নেই সেটা আবহাওয়া দফতরের পূর্বাভাসেই স্পষ্ট। আবহবিদরা এখন কড়া নজরে রাখছেন নিম্নচাপটির গতিপ্রকৃতি। সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় কিনা সেটা দেখতে চাইছেন তাঁরা।













