National

বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, পশ্চিমবঙ্গে কেমন বৃষ্টি, পূর্বাভাস দিল হাওয়া অফিস

বর্ষা বিদায় হয়ে গেছে। এবার শুকনো আবহাওয়ায় হেমন্তের আলতো শীতের পরশ পেতে মরিয়া বঙ্গবাসী। কিন্তু তারমধ্যেই বঙ্গোপসাগরে ফের নতুন একটি নিম্নচাপের ভ্রুকুটি।

বর্ষা এবার নাজেহাল করে ছেড়েছে। অতিবৃষ্টিতে বর্ষা বিদায়ের জন্য একসময় দিন গুনছিলেন সকলে। অবশেষে বর্ষা বিদায় নিয়েছে। আলতো মেঘের আনাগোনা থাকলেও আকাশ বেশ মনোরম। কিন্তু সেটাই কি থাকতে চলেছে? নাকি বদলে যাবে রূপ? ফের নামবে নিম্নচাপের নাছোড় ধারাপাত?

এ প্রশ্ন উঠছে কারণ বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির ভ্রুকুটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস কালীপুজো, ভাইফোঁটা পার করেই আগামী ২৪ অক্টোবর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তেমনই পরিস্থিতি।

সেটি শক্তি বাড়িয়ে ক্রমে কি তবে পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসবে? যদি আসে তাহলে ফের বৃষ্টি। যদিও আবহবিদেরা জানাচ্ছেন এই নিম্নচাপটি শক্তি বাড়ানোর পর উত্তর পশ্চিম দিকে যাওয়ার কথা। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে তার প্রভাব পড়বে না। বরং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতে।

তামিলনাড়ুতে দীপাবলি কার্যত ভাসছে। প্রবল বৃষ্টি হচ্ছে তামিলনাড়ু জুড়ে। অনেক জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আরবসাগরেও একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। আরবসাগর ও বঙ্গোপসাগরের জোড়া নিম্নচাপের ফলায় তামিলনাড়ু, কেরালা সহ দক্ষিণ ভারত নতুন করে প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে বলেই পূর্বাভাস।

এখনই তামিলনাড়ু প্রবল বৃষ্টিতে ভাসছে। নিম্নচাপের জোড়া ফলার আরও ভারী বৃষ্টি পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেশ থেকে বিদায় নিলেও তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতে প্রতিবছরের মত এবারও দ্বিতীয় বর্ষা এখন সক্রিয়।

উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে প্রতিবছরই দক্ষিণ ভারত এই সময় আরও একটি বর্ষার মুখে পড়ে। এবার তা এখন সক্রিয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *