এবছর বর্ষায় কত বৃষ্টি হল, বেশি, কম না স্বাভাবিক, পরিস্কার করে দিল আবহাওয়া দফতর
বর্ষা বিদায় নিয়েছে। এবার হিসাব কষার পালা। এবার বর্ষায় বৃষ্টি হল স্বাভাবিক পরিমাণ, নাকি বেশি, নাকি কম। আবহাওয়া দফতর পরিস্কার করে দিল বিষয়টা।

বর্ষা শেষ। এবার বাতাসে আলতো ঠান্ডার পরশ। হেমন্তের গন্ধ ক্রমে মন ছুঁয়ে যাচ্ছে। বর্ষা বিদায় এবার স্বাভাবিকের চেয়ে একটু দেরিতেই হল। যদিও বিদায় পর্বটা শুরু হয়েছিল সময়ের আগেই।
এবারের মত বর্ষা তো শেষ হল। তবে এবার কি স্বাভাবিক বৃষ্টি পেল দেশ? নাকি বেশি বৃষ্টি পেল? নাকি কম? এসব চুলচেরা বিশ্লেষণ এবার সামনে এসেছে। সব পরিস্কার করে দিয়েছে আবহাওয়া দফতর।
তবে এবার বোধহয় সাধারণ মানুষ তাঁদের সাধারণ ধারনা দিয়েই বলে দিতে পারেন উত্তরটা। এবার অধিক বর্ষা পেল দেশ। এটাই উত্তর। বর্ষা যে এবার স্বাভাবিকের চেয়ে বেশি হবে সে ধারনা বর্ষা নামার আগেই দিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর।
হয়েছেও সেটাই। এবার ১০৮ শতাংশ বর্ষা পেয়েছে দেশ। ৯৬ শতাংশ থেকে ১০৪ শতাংশ বর্ষা মানে সেটাকে স্বাভাবিক বর্ষা ধরা হয়। ৯৬ শতাংশের চেয়ে কম বর্ষা স্বাভাবিকের চেয়ে কম বর্ষা। এবার বর্ষা স্বাভাবিকের চেয়ে বেশি হয়েছে।
গত ১০ বছরে এবার নিয়ে পঞ্চম বারের জন্য অধিক বর্ষা পেল দেশ। ২ বছর স্বাভাবিক বর্ষা হয়েছে। আর ৩ বছর স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে দেশে। আবহবিদরা মনে করছেন গত ১০ বছরে স্বাভাবিক এবং অধিক বৃষ্টিপাত হয়েছে। যা বিশ্ব উষ্ণায়নের ফল।
৫ বছরই অধিক বৃষ্টিপাত হয়েছে বর্ষায়। অন্তত গত ১০ বছরে। যা আবহাওয়ার পরিবর্তনের দিকেই ইঙ্গিত করছে। আবহবিদেরা বর্ষায় বৃষ্টির পরিমাণ কত হবে তার জন্য ‘এল নিনো’ এবং ‘লা নিনা’ প্রভাবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা