বিজয়াদশমী ভেসেছে, লক্ষ্মীপুজোও কি বৃষ্টিতে ভাসবে, মিলল পূর্বাভাস
বিজয়াদশমীর দিন যে ভারী বৃষ্টি হবে তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। মিলেও যায়। এবার পাওয়া গেল লক্ষ্মীপুজোর দিন বৃষ্টির পূর্বাভাস।

দুর্গাপুজো শেষ। মন কিছুটা বিষণ্ণ। আবার একটা বছরের অপেক্ষা। তবে পুজো শেষের মন খারাপ কিছুটা কেটে যায় ২ দিনের মধ্যেই। বঙ্গবাসী জেগে ওঠেন লক্ষ্মীপুজোর আনন্দে।
এবার কিছুটা হলেও বিজয়াদশমীর ছন্দ পতন করেছে বৃষ্টি। বৃষ্টিতে অনেক রাস্তা কাদায় ভরে যায়। মেঘলা আকাশ, স্যাঁতস্যাঁতে আবহাওয়া, বৃষ্টি মিলে বিজয়াদশমীর আনন্দ কিছুটা মাটি করে।
এবার সামনে লক্ষ্মীপুজো। সোমবার লক্ষ্মীপুজোর দিন বাংলার বহু পরিবারে লক্ষ্মীপুজো সাড়ম্বরে পালিত হয়। সেখানে বৃষ্টি হলে অবশ্যই লক্ষ্মীপুজোর দিনটা মাটি হতে পারে।
কেনাকাটার সমস্যা তো আছেই, তার সঙ্গে পুজোকে কেন্দ্র করে উৎসব, আয়োজন, আত্মীয় বন্ধু সমাগম সবই ছন্দ হারাতে পারে। তাই সকলেই তাকিয়েছিলেন আবহাওয়া দফতরের পূর্বাভাসের দিকে। আর আবহাওয়া দফতর জানাচ্ছে লক্ষ্মীপুজোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে খুব খুশির খবর দিতে পারেনি হাওয়া অফিস।
আবহাওয়া দফতর জানাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি নিম্নচাপ অবস্থান করছে। তার জেরে শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি। বাদ যাবেনা কলকাতাও।
নিম্নচাপটি ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের স্থলভাগে প্রবেশ করায় ক্রমশ বৃষ্টি বাড়বে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। যা পরিস্থিতিকে আরও ঘোরালো রূপ দেবে।
সেই সঙ্গে ডিভিসি-র ছাড়া জলে প্লাবিত হতে পারে হাওড়া, ২ মেদিনীপুর ও হুগলির নিচু এলাকাগুলি। সব মিলিয়ে লক্ষ্মীপুজোতেও বৃষ্টি পিছু ছাড়বে বলে মনে করছেননা আবহবিদেরা।