State

পুজোতেও পিছু ছাড়বে না বৃষ্টি, মহাষ্টমীতে নতুন চিন্তা, ভাসতে পারে নবমী, দশমীও

পুজোয় কি বৃষ্টি হবে? আগে যত বৃষ্টি হওয়ার হোক। কিন্তু পুজোর কটাদিন রেহাই চান আপামর বাঙালি। এবার সে সুযোগ বড় একটা দেখছেন না আবহবিদেরা।

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের জেরে শুক্রবার থেকে যে বৃষ্টি শুরু হয়ে যাবে, সে পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের মায়ানমার ঘেঁষা দিকে তৈরি হয়েছিল একটি ঘূর্ণাবর্ত। সেটি ক্রমশ পশ্চিমে সরে আসতে থাকে।

সেটাই এবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের জন্ম দিয়েছে। যা অচিরেই একটি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। তারপর সেটি আরও অগ্রসর হয়ে ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে।

তবে ওড়িশায় প্রবেশ করবে মানে এটা নয় যে দক্ষিণবঙ্গ ছাড় পাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার থেকেই বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। যে বৃষ্টি শনিবার আরও বাড়বে। রেহাই পাবেনা কলকাতাও।

শনিবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তবে কলকাতা, হাওড়ার মত জেলাগুলিও ভালই বৃষ্টির মুখে পড়তে চলেছে বলে পূর্বাভাস।

রবিবার থেকে আবার পুজোর শুরু। ওইদিন ষষ্ঠী। মঙ্গলবার মহাষ্টমী। মহাষ্টমীতে নতুন চিন্তার জন্ম দিয়ে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখছেন আবহাওয়া দফতরের বিশেষজ্ঞেরা।

মহাষ্টমীতে নিম্নচাপটি তৈরি হলে মহানবমী ও বিজয়াদশমীতে ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও সেই বৃষ্টি হবে। সেক্ষেত্রে পুজোর একটা অর্ধ কার্যত বৃষ্টিতে মাটি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে মহাষ্টমীর নিম্নচাপটি তৈরি হওয়া বা তার স্থলভাগের দিকে অগ্রসরের অভিমুখ কি হতে চলেছে সে সম্বন্ধে পুরোপুরি নিশ্চিত নয় আবহাওয়া দফতর। সেদিকে কড়া নজর রাখছে তারা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *