জলবায়ু পরিবর্তনের জেরে সামনের ২৫ বছরে এক ভয়ংকর ক্ষতি হতে চলেছে পৃথিবীর
বিশ্ব উষ্ণায়নের জেরে বদলে যাচ্ছে বিশ্বের আবহাওয়া। এই জলবায়ু পরিবর্তনের জেরে সামনের ২৫ বছরের মধ্যেই পৃথিবীর বড় ক্ষতি হতে চলেছে। বলছে গবেষণা।

বিশ্ব উষ্ণায়নের জের যে কতটা ভয়ানক হতে পারে তার আঁচ গত ২-৩ বছরের মধ্যেই টের পেয়েছেন বিশ্ববাসী। গ্রীষ্মে রেকর্ড ভাঙা গরমে নাজেহাল হতে হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তকে। ভারতও বাদ নয়।
আবার বৃষ্টিতে অতিরিক্ত বৃষ্টি। ঠান্ডায় অচেনা ঠান্ডার কামড়ও সহ্য করতে হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে। একটি গবেষণা বলছে আগামী ২৫ বছরের মধ্যেই পৃথিবী এক ভয়ংকর সময় দেখতে চলেছে।
২০৫০ সালের মধ্যে পৃথিবীতে এতটাই গরম পড়বে যে ১.৫ ট্রিলিয়ন ডলারের উৎপাদন কমে যাবে। ভারতীয় মুদ্রায় যা ১ কোটি ৩২ লক্ষ ২৭ হাজার কোটি টাকা!
এই বিপুল উৎপাদন হ্রাসের কারণ হিসাবে গবেষকেরা প্রবল গরমে মানুষের কাজ করার ক্ষমতা কমে যাওয়া, গরমে শ্রমিকদের অসুস্থ হয়ে পড়া বেড়ে যাওয়াকে দায়ী করেছেন। যা আখেরে উৎপাদনে বড় প্রভাব ফেলবে।
সবচেয়ে বেশি ক্ষতি হতে চলেছে কৃষিজ উৎপাদনে। কৃষিকাজে বড় প্রভাব পড়বে এই মাত্রা ছাড়া গরমে। এতে বিশ্বজুড়ে খাদ্য সুরক্ষাও প্রশ্নের মুখে এসে পড়বে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জানিয়েছে জলবায়ু পরিবর্তনে লাগাম দিতে যত দেরি হবে ততই এই সমস্যা ভয়ংকর রূপ নেবে। মানুষের অসুস্থতা বাড়বে। স্বাস্থ্য বীমা সংস্থাগুলির আর্থিক ব্যয়ভার বাড়বে। উৎপাদন কমলে পৃথিবীতে নানা সমস্যার জন্ম হবে।
জলবায়ু পরিবর্তনের সঙ্গে নানাধরনের সংক্রমণও বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। আর যে হাতে খুব বেশি সময় আছে তাও নয়। মাত্র ২৫ বছরেই বদলে যেতে পারে পৃথিবী। এখনই সতর্ক না হলে বোধহয় আর সময় পাওয়া যাবেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা