State

দুর্গাপুজোয় কি বৃষ্টি হবে, কেমন থাকবে আবহাওয়া, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

দুর্গাপুজো এগিয়ে আসছে। আর কিছু দিনের অপেক্ষা। তিথি মেনে দুর্গাপুজো এবার একটু আগেই হচ্ছে। পুজো কি বৃষ্টিতে মাটি হবে? পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

Published by
News Desk

দুর্গাপুজোর দিনগুলো রোদ ঝলমলে আকাশ হবে। সোনালি রোদ আর নীল আকাশে পেঁজা তুলোর মত টুকরো মেঘ ভেসে বেড়াবে। আকাশে বাতাসে শরতের আবেশ। এটা হলে বাঙালীর সারাবছরের অপেক্ষা একটা সর্বাঙ্গসুন্দর রূপ পায়। উৎসবের আমেজটা কানায় কানায় ভরে ওঠে।

কিন্তু যদি আবহাওয়া বিরূপ হয়। বৃষ্টি নামে। তাহলে উৎসবের আনন্দটাই মাটি হয়ে যায়। এবার কি তাই হবে? সে প্রশ্ন সকলের। কারণ ২টি। এক, এবার বৃষ্টি স্বাভাবিকের চেয়েও বেশি হয়েছে। দ্বিতীয়ত এবার পুজো তিথি মেনে একটু আগেই।

সেপ্টেম্বরের শেষেই পুজো। অক্টোবরের শুরুতেই শেষ। সাধারণত অক্টোবরে হয় দুর্গাপুজো। তাই সকলের চিন্তা এবার কি পুজো বৃষ্টিতে মাটি হবে? সে পূর্বাভাস দিয়ে দিল আবহাওয়া দফতর।

পশ্চিমবঙ্গে ক্যালেন্ডার মেনে এখন শরতকাল। তবে মৌসুমি বায়ু সেপ্টেম্বরেও সক্রিয় থাকে। মোটামুটি অক্টোবরের ১০ তারিখের পর এখান থেকে বর্ষা বিদায় নেয়। তারমধ্যে আবার সেপ্টেম্বরের শেষ ভাগে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হয়ে থাকে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস হল এবারও সে সম্ভাবনা প্রবল। যদিও ষষ্ঠী ২৮ সেপ্টেম্বর। তবে ২১ সেপ্টেম্বর মহালয়ার পর থেকেই পুজোকে কেন্দ্র করে উৎসবের পালে হওয়া লেগে যায়।

আর সেই সময় বৃষ্টির সম্ভাবনাও যথেষ্ট। আবহবিদেরা মনে করছেন ১৮ সেপ্টেম্বরের পর থেকে এ রাজ্যে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। যা পুজো মাটি করতেই পারে। পুজোয় বৃষ্টি হতেই পারে।

এদিকে একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে নতুন করে জন্ম নিচ্ছে। তার জেরে চলতি সপ্তাহে বুধবারের পর থেকেই আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে। বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।

Share
Published by
News Desk