State

দুর্গাপুজো এগিয়ে আসছে, কেমন থাকবে আবহাওয়া, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

সেপ্টেম্বর মাসের শেষেই দুর্গাপুজো। উৎসবের আনন্দ মহালয়া থেকেই শুরু হয়ে যাবে। কেমন থাকবে আবহাওয়া। সেই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

অক্টোবরে পুজো হলেও অনেকসময় বৃষ্টির ভ্রুকুটি থেকে রেহাই পাওয়া যায়না। এবার তো তাও নয়। এবার পুজো অনেক আগে। সেপ্টেম্বরের ২৮ তারিখ ষষ্ঠী। ২১ সেপ্টেম্বর মহালয়া। আর মহালয়া মানেই উৎসব শুরু।

হাতে আর সপ্তাহ তিনেক। সকলেরই উদ্বেগ যে পুজো কি বৃষ্টিতে ভাসবে? ভারত জুড়ে যে সেপ্টেম্বরে অতিবৃষ্টি হবে সেটা আগেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এবার সামনে এল পুজোর আগে কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া।

আবহাওয়া দফতর জানাচ্ছে উৎসব উদযাপনের আগেই বৃষ্টি উৎসবের আনন্দ এবার ম্লান করে দিতে পারে। বৃষ্টির হাত থেকে পুজোর আগে রেহাই তেমন নেই।


তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। উত্তরবঙ্গে কয়েক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে কিন্তু এই বিক্ষিপ্ত বৃষ্টি থেকে রেহাই নেই।

চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই দুইয়ের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করছে। যা বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছে।

ফলে এই সপ্তাহ তো বটেই, তারপরেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির। ফলে দুর্গাপুজোর আগে বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না। ফলে উৎসবের আয়োজনে ব্যাঘাত ঘটতে পারে।

তাছাড়া উৎসবের আগে এই নাছোড় বৃষ্টি দুর্গাপুজোর আনন্দ ম্লান করে দেওয়ার জন্য যথেষ্ট। পুজোর ওই ৪ দিন নিয়ে অবশ্যই এখনই স্পষ্ট করে কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। তবে বৃষ্টির এই প্রবণতা বজায় থাকলে পুজোর দিনগুলোতেও নিশ্চিন্তে থাকা কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন থাকছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *