State

টানা চলবে বৃষ্টি, কবে পর্যন্ত বৃষ্টির হাত থেকে রেহাই নেই, জানাল হাওয়া অফিস

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই টানা বৃষ্টি চলবে। তার কারণও রয়েছে। কবে পর্যন্ত এই বৃষ্টি চলবে, জানিয়ে দিল আবহাওয়া দফতর।

Published by
News Desk

সপ্তাহ জুড়েই প্রায় বৃষ্টি সহ্য করতে হয়েছে দক্ষিণবঙ্গবাসীকে। বৃষ্টির পর সামান্য রোদের ফালি দেখা দিলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষের মন ভাল হয়ে যাচ্ছে। তবে রোদ উঠছে সামান্যই। মূলত দিন কাটছে বৃষ্টির সঙ্গে। কখনও বেশি তো কখনও কম।

যে নিম্নচাপের জেরে প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টির মধ্যে কাটালেন সকলে, সেই নিম্নচাপ কাটছে। তাই সকলের আশা ছিল রবিবার থেকে পরিস্থিতি বদলে যাবে। কিন্তু তা আর হচ্ছেনা। ফের বৃষ্টির লম্বা স্পেলের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার বঙ্গোপসাগরে ফের নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। তার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গ টানা ভিজতে চলেছে। আরও প্রায় ১ সপ্তাহ ধরে বৃষ্টি চলবে বলেই মনে করছেন আবহবিদেরা। ফলে বৃষ্টির হাত থেকে রেহাই দুরস্ত।

এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি নিম্নচাপ রয়েছেই। আবার নতুন যে নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটি এই নিম্নচাপের সঙ্গে হাত মিলিয়ে পরিস্থিতি আবার জটিল করতে চলেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসই দিয়েছে আবহাওয়া দফতর।

নতুন নিম্নচাপটি তৈরি না হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এখন থাকা নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে চলে যেত। এখন সেই নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে গেলেও বাতাসে থাকা জলীয় বাষ্প ও নতুন নিম্নচাপ এক সপ্তাহ আরও বৃষ্টি ঝরাতে চলেছে। যারমধ্যে কলকাতায় ২ দিন অন্তত বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Share